Health Card

 1. বিশেষজ্ঞ চিকিৎসকগনের ফি থেকে ছাড় :
  মহামান্য রাষ্ট্রপতির প্রাক্তন ব্যক্তিগত চিকিৎসক ব্রিঃ জেঃ (অবঃ) ডাঃ আনোয়ার হোসেন, ইঝগগট-এর প্রফেসর এ্যমিরেটাস ডাঃ মোঃ নূরুল ইসলাম, ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ বিঃ জেঃ (অবঃ) প্রফেসর মোহাম্মদ নূরুজ্জামানসহ আমাদের তালিকাভুক্ত জাতীয় ও আর্ন্তজাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত-খ্যাতিমান বহু সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসকগনের ফী থেকে ২০%-৫০% পর্যন্ত ছাড়।
 2. হাসপাতালের সেবামূল্য থেকে ছাড় :
  সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, আল-রাজী হাসপাতাল এবং ব্রাইটন হসপিটালসহ দেশব্যপী আমাদের তালিকাভুক্ত বহু সংখ্যক প্রসিদ্ধ হাসপাতাল/ক্লিনিক/ডায়গনস্টিক সেন্টারে রোগ নির্নয়, সিট/কেবিন ভাড়া, ফার্মেসী এবং অপারেশন এর সেবা মূল্য থেকে ৫%-৫০% পর্যন্ত ছাড়।
 3. অন্যান্য সেবা মূল্য থেকে ছাড় :
  খাবারে :
  আমাদের তালিকাভুক্ত বাংলা, থাই ও চাইনিজ রেস্টুরেন্ট চায়না কিচেন, পামপী রেস্টুরেন্ট, নিউ চিংড়ি, রেড চিলি, ইউ এফ সি, ভুতের আড্ডা, ফুড ভিলেজ ও মায়ামী ফুড সহ অন্যান্য রেষ্টুরেন্টে ৫%-২০% পর্যন্ত ছাড়।
  পোশাকে :
  ব্রান্ডেড শপ ফেইথ ১১ ও রিনা কালেকশন সহ বিভিন্ন ব্রান্ডেড পোষাকের দোকানে এ ৫%-১০% পর্যন্ত।
  জিমনেশিয়ামে :
  গোল্ডস জিম ও প্লাটিনাম জিম এ ২০%-৪০% পর্যন্ত ।
  তাছাড়া বিউটি পার্লার, টেইলার্স, কম্পিউটার ট্রেনিং সেন্টার ও পরিবহন সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বা পন্যে বিশেষ ছাড়।
 4. স্বাস্থ্য তথ্য :
  ২৪ ঘন্টার যে কোন সময় আমাদের ওয়েব www.pioneerhsbd.com এবং কল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য তথ্য দিয়ে সেবা প্রদান।
 5. ব্লাড ডোনেশান :
  ডোনার কালেকশন করে দেয়া।
 6. নিজস্ব হেলথ সেন্টার থেকে সুবিধা :
  কমমূল্যে মানসম্মত সেবার অঙ্গীকারে প্রতিষ্ঠিত আমাদের নিজস্ব হেলথ সেন্টারের বিভাগ
  সমূহ নিুরুপ :
  ডায়গনষ্টিক সেন্টার, কনসালটেশন সেন্টার, ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার ও ভ্যাকসিনেশান সেন্টার।