হোম সার্ভিস চিকিৎসা
ব্যস্ত এই শহরের সম্মানিত রোগীগনের সময় ও জীবন বাঁচাতে আমরা ভ্যাকসিন , স্যালাইন ও ইনজেকশন পুশিং , ডায়াগনষ্টিক টেষ্টের জন্য রক্ত-মল – মূত্র সংগ্রহ, রিপোর্ট পৌঁছান, ক্যাথাটার লাগানো ও খোলা , অপারেশনের সেলাই কাটা, ক্ষত স্থান ড্রেসিং, নেভুলাইজার দেয়া , প্রেশার মাপা এবং ইসিজি করানোসহ সম্ভাব্য সেবা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ মহিলা / পুরুষ স্টাপের মাধ্যমে সহজ শর্তে বাসায় গিয়ে আন্তরিকভাবে দিয়ে থাকি । বিশেষ প্রয়োজনে ডাক্তারের মাধ্যমে হোম সার্ভিস চিকিৎসা দেয়া হয়।
ভ্যাকসিন (টিকা ) সেন্টার
সিটি কর্পোরেশন ও দেশী-বিদেশী ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠানের সহায়তায় টিটি,কুকুরে কামড়ে জলাতংক, হেপাটাইটিস এ ও বি , টাইফিয়েড , নিউমোনিয়া প্রতিরোধক সহ প্রয়োজনীয় সকল প্রকার টিকা দেয়ার ব্যবস্থা আছে। যা সুস্থ্য থাকতে সকলের দরকার । বিশেষ করে নবজাতাক শিশু, গর্ভবতী মা , কিশোরী, বিদেশগামী, পবিত্র হজ্জ বা ওমরাহ গমনেচ্ছুক গনের জন্য একান্ত প্রয়োজন।